জুবুন্টু ডিফল্ট প্যানেল
উপরে বামদিকে আপনি জুবুন্টু লগো দেখতে পাবেন, সেটাতে ক্লিক করলে মেইন মেনু আসবে।
প্যানেলের মাঝের অংশ চলমান এপ্লিকেশন এর উইন্ডো বাটন দেখানোর জন্য নির্ধারিত।
উপরের একদম ডানদিকের কোনে আপনি নির্দেশকসমূহ এবং ঘড়ি দেখতে পাবেন।

ডেস্কটপ এ আপনি কিছু আইকন দেখতে পাবেন যার মাধ্যমে আপনি আপনার সিস্টেমের সাধারণ জায়গাগুলোতে যেতে পারবেন। সেটিংস ম্যানেজার এর মাধ্যমে আপনি আপনার ডিফল্ট ডেস্কটপ পরিবর্তন করার জন্য অনেক টুলস খুঁজে পাবেন।

আপনার পছন্দ অনুযায়ী আপনার ডেস্কটপ সাজানোর টুলস গুলো আপনার ব্যক্তিগত সেকশন এর উপরে পাবেন. আপনার ডেস্কটপকে ভিন্নরুপ দেয়ার জন্য, প্যানেলকে নিজের মত সাজান, থিম পরিবর্তন করুন, এপিয়ারেন্স এবং উইন্ডো ম্যানেজার টুলস ব্যবহার করুন।

জুবুন্টু ডেস্কটপ